জিপার এর পাঁচটি অংশ। জিপার এর অংশগুলো?

1.   পুলার  

2.   রানার

3.   টীথ

4.   ষ্টপার এবং

5.   টেপ

জিপার কন্ট্রোল প্রোসিডিউর।

লাইনে যে স্টাইল, কালার বা সাইজের সুইং হয় সে স্টাইল এবং সাইজ অনুযায়ী সুপারভাইজার স্টোর হতে জিপার সংগ্রহ করবে এবং রেজিস্টার খাতায় স্বাক্ষর করবে। সুপারভাইজার সংগৃহিত জিপার অপারেটরকে বুঝিয়ে দিবে।অপারেটর সাইজ এবং কালার অনুযায়ী জিপারগুলো গার্মেন্টসে এটাচ করবে। লেবেল লাগানোর পর অবশিষ্ট থাকলে অপারেটর সুপারভাইজারকে বুঝিয়ে দিবে।সুপারভাইজার উক্ত অতিরিক্ত জিপার গুলো স্টোরে গিয়ে জমা দিবে যাতে অন্য স্টাইলের গার্মেন্টস এটাচ করতে না পারে। (কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি ইনচার্জ প্র্যাক্টিক্যালি জিপার প্রোসিডিউর বুঝিয়ে দিবে।)