লেবেল প্রধানত দুই প্রকার।

. মেইন লেবেল (Main label)

. সাব লেবেল (Sub label)

Sub label আবার কয়েক প্রকার।

() সাইজ লেবেল (Size label)

() কেয়ার লেবেল (Care label)

() কমপোজ লেবেল (Compose label)

() প্রাইজ লেবেল (Price label)

. মেইন লেবেল (Main label): এই লেবেল সাধারণত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব রাখা নাম বড় করে লেখা থাকে তাকে মেইন লেবেল বলে

. () সাব লেবেল (Sub label): এই লেবেল সাধারণত পোশাকের সাইজ কত শুধু সেটাই লেখা থাকে। পোশাকের সাইজটাকে দেখেই সাইজ লেবেল বলা যায় যেমন : M L, XL, 32, 34, 36 এই ধরণের লেখা থাকে

. () কেয়ার লেবেল (Care label): এই লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে। তাকে কেয়ার লেবেল বলে

. () কম্পোজ লেবেল (Compose label): এই লেবেল সংযুক্ত অবস্থায় থাকে তাই তাকে কম্পোজ লেবেল বলে। যেমন : মেইন লেবেল, কেয়ার সাইজ লেবেল একটি মাত্র লেবেলেই থাকে

. () প্রাইজ লেবেল (Price label) : এই জাতীয় লেবেল সাধারণত পোশাকের মূল্য কত শুধু সেইটাই লেখা থাকে তাকে প্রাইজ লেবেল বলে এর পরেও বায়ারের নিজস্ব লেবেল থাকতে পারে